ডেটা ট্রান্সমিশন মোড দ্বিতীয় অধ্যায় পার্ট-6

 ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-


1. ইউনিকাষ্ট
2. ব্রডকাষ্ট
3. মাল্টিকাস্ট

ইউনিকাষ্ট (Unicast): ইউনিকাষ্ট হলো পয়েন্ট-to-পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম।
 অর্থাৎ কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ঐ নেটওয়ার্কের শুধুমাত্র একটি প্রাপক সেই ডেটা গ্রহন করবে,
 ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলা হয় ইউনিকাষ্ট। এই ট্রান্সমিশনে ডেটার আদান-প্রদান সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্সে মোডে সম্পন্ন হতে পারে।
  নিচের নেটওয়ার্কে শুধু একজন data পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহন করছে। যেমন-টেলিফোন সিস্টেম।


ব্রডকাষ্ট (Broadcast): ব্রডকাষ্ট হলো পয়েন্ট-to-মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম।
 অর্থাৎ কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ঐ নেটওয়ার্কের সকল প্রাপকই সেই ডেটা গ্রহণ করবে,
 ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলা হয় ব্রডকাষ্ট। নিচের নেটওয়ার্কে শুধু একজন data পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহন করছে।
যেমন- রেডিও, টেলিভিশন কমিউনিকেশন সিস্টেম।



মাল্টিকাষ্ট (Broadcast): মাল্টিকাষ্ট হলো পয়েন্ট-to-সিলেক্টেড-মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম।
অর্থাৎ কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ঐ নেটওয়ার্কের শুধুমাত্র সিলেক্টেড প্রাপকসমূহ সেই ডেটা গ্রহণ করবে,
ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলা হয় মাল্টিকাষ্ট। এই ট্রান্সমিশন সিস্টেমে নেটওয়ার্কের সকল প্রাপক ডেটা পাবে না।
 নিচের নেটওয়ার্কে শুধু একজন data পাঠাচ্ছে এবং অনেক জন ডেটা গ্রহন করছে কিন্তু সবাই নয়।
যেমন: মোবাইল কনফারেন্স, অডিও , ভিডিও কনফারেন্স ইত্যাদি।

No comments

Powered by Blogger.