ডেটা ট্রান্সমিশন মোড দ্বিতীয় অধ্যায় পার্ট-5

ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা ট্রান্সমিশন মোডঃ উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড।
 ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনভাগে ভাগ করা যায়। যথাঃ

১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
২। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স (Simplex): এই ডেটা ট্রান্সমিশন mode কেবলমাত্র একদিকে ডেটা প্রেরনের ব্যবস্থা থাকে। যেমন: কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ, রেডিও, টেলিভিশন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা।

হাফডুপ্লেক্স (Half-Duplex): এই ডেটা ট্রান্সমিশন mode data উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একসাথে নয়। যেমনঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।

ফুলডুপ্লেক্স(Full-Duplex): এই ডেটা ট্রান্সমিশন mode ডেটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়। এই মোডে একই সময়ে একই সাথে  প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ বা প্রেরন করতে পারে।
যেমন: মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা।

No comments

Powered by Blogger.