আইসোক্রোনাস ট্রান্সমিশন দ্বিতীয় অধ্যায় পার্ট-4 অংশ-6

আইসোক্রোনাস ট্রান্সমিশন

এ পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয় | অর্থাৎ পরপর দুটি ব্লকের ডাটা ট্রান্সফারের সময় 0 সময় করবার চেষ্টা করা হয় আইসোক্রোনাস ট্রান্সমিশন কে সিনক্রোনাস ট্রান্সমিশন এর উন্নত সংস্করণ ও বলা হয় সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডাটা ট্রান্সফারের পদ্ধতি বেশি ব্যবহৃত হয় |

 সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি

1.সিরিয়াল ট্রান্সমিশন : এ ধরনের ট্রান্সমিশনের প্রতিবারে সাত বিটের  তথ্য পাঠানো হয়  | উৎস থেকে গন্তব্য দূরত্ব বেশি হলে এ পদ্ধতি বেশি ব্যবহার করা হয় |

2.প্যারালাল ট্রান্সমিশন : এ পদ্ধতিতে অনেকগুলো তার দিয়ে একসাথে অনেকগুলো বিট পাঠানো হয়  | দূরত্ব বেশি হলে খরচ বেশি হয় |


No comments

Powered by Blogger.