সিনক্রোনাস ট্রান্সমিশন বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায় পার্ট-4 অংশ-5

সিনক্রোনাস ট্রান্সমিশন বৈশিষ্ট্য

1.প্রতিটি ক্যারেক্টার শুরু ও শেষ স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন না হয় প্রতিটি ক্যারেক্টার এর পর টাইম ইন্টারভেল প্রয়োজন হয় না
2.স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকাই এর ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয় ।
3.এর দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এর চেয়ে বেশি 
4.সময় তুলনামূলক কম লাগে ।

সহজভাবে বলা যায় যে :স্টার্ট বিট এবং স্টপ  বিট ব্যবহার প্রয়োজনে দ্রুত করা যায় সময় অপচয় কম হয় |

সিনক্রোনাস ট্রান্সমিশন এর অসুবিধাসমূহ

1.প্রেরক স্টেশনের প্রেরকের সাথে একটি প্রাইমারি ডিভাইস প্রয়োজন হয় |
2.এটি তুলনামূলক ব্যয়বহুল |
3.সার্কিট বেশ জটিল হয় |

সিনক্রোনাস ট্রান্সমিশন এর ব্যবহার

1.কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়
2.এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরের পদ্ধতি ব্যবহার করা হয় |
3.এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত পদ্ধতি |

No comments

Powered by Blogger.