সিনক্রোনাস ট্রান্সমিশন দ্বিতীয় অধ্যায় পার্ট-4 অংশ-4

সিনক্রোনাস ট্রান্সমিশন 

যে পদ্ধতিতে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের ডিভাইস ডাটা কে সংরক্ষণ করা হয় এবং তারপর ডাটা কে ক্যারেক্টার সমূহ ব্লক (যাকে প্যাকেট বলা হয়) আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সলেট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিট বলে |



প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132 টি ক্যারেক্টার থাকে | এ পদ্ধতিতে প্রিয় কম্পিউটার ডাটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয় |
যেটা ক্যাবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোন ক্রমের মধ্যে কোন ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুন্ন না থাকে তাহলে ওই টাইমিং সিগন্যালের( ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন )রূপ পরিবর্তন হয় |

স্টার্ট ও স্টপ না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয় প্রতিটি ব্লক ডাটা শুরুতে একটি হেডার ইনফর্মেশন অশেষ একটি টেইলার ইনফরমেশন সিগনাল পাঠানো হয় |

No comments

Powered by Blogger.