অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহ দ্বিতীয় অধ্যায় পার্ট-4 অংশ-3

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বৈশিষ্ট্য

1.ইন্টারনেটে পদ্ধতি বেশি উপযোগী |
2.এতে যে কোনো সময় যেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে |
3.প্রেরকের কোন প্রাইমারি স্তরেজ ডিভাইস এর প্রয়োজন হয় না |
4.জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায় |

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এর অসুবিধা

1.এতে ডেটা ট্রান্সমিশন এর গতি কম |
2.একবারে বেশি ডেটাপাঠানো যায় না |
3.ডাটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটির ব্যবহৃত অবস্থা পড়ে থাকে |
4.প্রতিটি বর্ণ সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট করতে হবে |

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এর ব্যবহার

1.কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরের পদ্ধতি ব্যবহার করা হয় |
2.কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরের পদ্ধতিটি ব্যবহার করা হয় |
3.স্যাটেলাইট ক্ষেত্রে ট্রান্সমিশন বন্ধ থাকলে তা ব্যয়বহুল হয়ে পড়ে |

No comments

Powered by Blogger.