কো-এক্সিয়েল ক্যাবল দ্বিতীয় অধ্যায় পার্ট-8


কো-এক্সিয়েল ক্যাবল

কো-এক্সিয়েল ক্যাবল : দুটি বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী স্তরের সাহায্যে ক্যাবল তৈরি করা হয়। এই ক্যাবলে দুটি বিদ্যুৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে একে কো-এক্সিয়াল ক্যাবল বলা হয়।  ভেতরের পরিবাহী তারটি কপার ওয়্যার যার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। ভেতরের পরিবাহী বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইন্সুলেশন ব্যবহার করা হয় এবং বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ডেকে রাখা হয়। সাধারনত BNC কানেক্টর দিয়ে এই ধরণের cable কানেকশন দেওয়া হয়।


কো-এক্সিয়াল ক্যাবলের ব্যবহার :
1. টেলিভিশন নেটওয়ার্ক ।
2. ডিশ টিভি বা ক্যাবল টিভি নেটওয়ার্ক ।
3. সিসি টিভি নেটওয়ার্ক ।
4. লোকাল এরিয়া নেটওয়ার্কে বহুল ব্যবহৃত হয়।

No comments

Powered by Blogger.